Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/MTFETwI45tX1qtSITXJp.jpg)
নিজস্ব সংবাদদাতা : একজন ৮০ বছর বয়সী মাছ বিক্রেতা যিনি সাবলীলভাবে চীনা ভাষায় কথা বলতে পারেন। তাকে পেতে হলে বা তার মুখ থেকে চাইনিজ ভাষা শুনতে হলে যেতে হবে টেরিটি বাজারে। সেখানেই মাছের বাজারে বসে মাছ বিক্রি করেন প্রৌঢ়া। নাম শ্রীমতি কাদমি রানা। ভিডিওটি দেখুন ও শিখে নিন চীনে ভাষা। চিংড়ি মাছকে চীনে ভাষায় "হা-কুং" বলেন প্রৌঢ়া। কলকাতায় চায়নাটাউনের টেরেটি বাজারে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে গোলাপী পিচ মাছ। স্থানীয় ভাষায় যাকে আমরা ভোলা মাছ বলে থাকি। টেরিটি বাজার এই অর্থে অনন্য যে এটি খুব ভোরে সূর্যোদয়ের সাথে সাথেই শুরু হয়ে যায় কেনা-বেচা। শাকসবজি থেকে মাছ, এমনকি আপনি চাইনিজ স্ট্রিট ফুডও পেয়ে যাবেন এখানে। বাজারটি কলকাতাবাসীদের মধ্যে খুবই জনপ্রিয় এবং অনেকেই এখানে আসেন শ্রীমতি রানার কাছ থেকে মাছ কিনতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us