নিজস্ব সংবাদদাতাঃ গতকাল বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই হবে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট। এদিকে এরপরেই আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে জোড়া মামলা করে কংগ্রেস ও বিজেপি। তাঁদের বক্তব্য, মনোনয়ন জমা দেওয়ার দিনক্ষণ খুবই কম এবং ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। এই প্রসঙ্গে আজ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সবকিছু পর্যবেক্ষণ করে জানায় যে, 'মনোনয়ন পেশ করার সময়সীমা পর্যাপ্ত নয়। দরকার পড়লে রাজ্য সরকারকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পঞ্চায়েত ভোট করাতে পারবে। এই বিষয়ে রাজ্য সরকার আগামী সোমবার সিদ্ধান্ত জানাবে। নির্বাচন বন্ধ করার জন্য এই মামলা নয়। রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।'
Big News: পিছিয়ে যেতে পারে পঞ্চায়েত ভোট! হাইকোর্টের রায় ঘিরে চাঞ্চল্য
আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীরা আজ অর্থাৎ শুক্রবার থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) দিনক্ষণ ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই হবে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট। এদিকে এরপরেই আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে জোড়া মামলা করে কংগ্রেস ও বিজেপি। তাঁদের বক্তব্য, মনোনয়ন জমা দেওয়ার দিনক্ষণ খুবই কম এবং ভোট করাতে হবে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে। এই প্রসঙ্গে আজ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সবকিছু পর্যবেক্ষণ করে জানায় যে, 'মনোনয়ন পেশ করার সময়সীমা পর্যাপ্ত নয়। দরকার পড়লে রাজ্য সরকারকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পঞ্চায়েত ভোট করাতে পারবে। এই বিষয়ে রাজ্য সরকার আগামী সোমবার সিদ্ধান্ত জানাবে। নির্বাচন বন্ধ করার জন্য এই মামলা নয়। রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।'