‘মেয়ের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেনি’, IIM জোকা কাণ্ডে বিস্ফোরক দাবি নির্যাতিতার বাবার

মেয়ে তাঁকে জানিয়েছেন, এমন কোনও ঘটনা ঘটেনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: সকাল থেকেই উত্তপ্ত কলকাতা। দক্ষিণ কলকাতার জোকার এক নামী ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ ওঠে কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে। পুলিশ গ্রেফতারও করে অভিযুক্তকে। তবে বিকেলের পর এই ঘটনায় এক নাটকীয় মোড় নেয়, যখন নির্যাতিতার বাবাই অভিযোগ অস্বীকার করেন।

নির্যাতিতার বাবার দাবি, তাঁর মেয়ের সঙ্গে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। বরং মেয়ের শরীর খারাপ হওয়ায় হাসপাতালে যেতে হয় তাঁকে। তিনি জানান, শুক্রবার রাত ৯টা ৩৪ মিনিট নাগাদ তাঁর মেয়ে ফোন করে জানায়, অটো থেকে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং তাঁকে এসএসকেএম হাসপাতালে আসতে বলা হয়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, পুলিশ তাঁর মেয়েকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।

বাবার দাবি, মেয়ে তাঁকে জানিয়েছেন, এমন কোনও ঘটনা ঘটেনি। এমনকী, যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গেও তাঁর মেয়ের কোনও সম্পর্ক নেই। আরও বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, “পুলিশ ওকে বলেছিল মেডিক্যাল করানোর সময় যেন বলে, ধর্ষণ হয়েছে”।

41494ea797578a31c9693e0d392a0722 iim joka

তবে তরুণীর অভিযোগপত্রে কিন্তু এক ভিন্ন চিত্র। সেখানে লেখা রয়েছে, ক্যাম্পাসিংয়ের নাম করে কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র তাঁকে ক্যাম্পাসে ডেকে আনে। পরে তাঁকে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হয়, খাওয়ানো হয় জল ও পিৎজা। এরপরেই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন এবং সেই সুযোগে অভিযুক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তরুণী বাধা দিলে তাঁকে মারধর করে এবং ধর্ষণ করা হয়— এমনই অভিযোগ।

ফলে, নির্যাতিতা ও তাঁর বাবার বক্তব্যের মধ্যে বিপরীত সুর দেখা দেওয়ায় গোটা ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে। কোন দিক মোড় নেয় তদন্ত, তা এখন দেখার। পুলিশ এই ঘটনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণের আগে সব দিক খতিয়ে দেখছে বলেই সূত্রের খবর।