/anm-bengali/media/media_files/2025/11/03/574465570_1399332201564220_7076371768455955913_n-2025-11-03-22-06-32.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: একসময়ের মেয়র ও সদ্যই নিয়োগপ্রাপ্ত এনকেডিএ চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন আজ ঘোষণা করা হয়েছে। তৃণমূল ভবনে সাংগঠনিকভাবে পতাকা তুলে দেওয়া অনুষ্ঠানেই জেলা-রাজ্যের তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে — সুব্রত বক্সীর হাত থেকে দলীয় পতাকা গ্রহণের পরে শোভন ও বৈশাখীকে দলীয় শিবিরে স্বাগত জানানো হয়েছে। আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই দুই যোদ্ধা চলে যান অভিষেকের কাছে। দেখা করেন তাঁর সাথে। আর তাদেরকে সঙ্গে নিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর (বিশেষ নিবিড় সমীক্ষা) ইস্যুতে শক্ত মন্তব্য করলেন এবার।
অভিষেক বলেন, “শোভনদা ও বৈশাখীদিদিকে আমরা দলীয় অনুমোদনক্রমে ফেরত এনেছি। তাঁরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হয়ে সক্রিয়ভাবে কাজ করবেন। বিধায়ক, এমপি, এমএলএ হিসেবে প্রতিটি অঞ্চলে হেল্পডেস্ক করা হবে; কর্মীরা রাস্তায় নেমেছে, কেউ আতঙ্কিত হবেন না”।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/03/574465576_1399332011564239_7122876473615370497_n-2025-11-03-22-05-19.jpg)
এসআইআর প্রসঙ্গে অভিষেক তীব্র সুরেই মন্তব্য করেন — “এসআইআর শুরুর পর থেকে দুর্ভাগ্যজনক ঘটনাগুলি সামনে এসেছে; ছয়টি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা প্রথম থেকেই বলেছি, একজনও যোগ্য ভোটারের নাম বাদ পড়লে তা মেনে নেওয়া হবে না; রাজ্যবাসী রাস্তায় নেমে প্রতিবাদ করবে”।
অভিষেক একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) ও সিএএ সংশ্লিষ্ট ক্যাম্প নিয়ে সতর্ক করে বলেন, “যারা CAA ক্যাম্প করছে, তাদের ফাঁদে পা দেবেন না। আমরা দেখেছি কোনো রাজ্যেই এসবের পর কী পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলে থাকলে কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেওয়া হবে না — কাউকে ভয় পেতে হবে না”।
বহু রাজনৈতিক পলেমিকের মধ্যে আয়োজিত এই স্বাগত সভা ও অভিষেকের কড়া বিবৃতিগুলো আগামীদিনের নির্বাচনী রাজনীতি এবং এসআইআর-বিরোধী আন্দোলনে নতুন তেজ যোগ করার সম্ভাবনা দেখাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us