কোনও সংবাদে অভিষেক বা রুজিরার ছবি ব্যবহার করা যাবে না

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলায় একাধিক কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সংবাদমাধ্যম ও ইডিকে একাধিক অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়েছে। মামলা সংক্রান্ত কোনও সংবাদে অভিষেক বা রুজিরার ছবি অভিযুক্ত হিসেবে ব্যবহার করা যাবে না।

ইভ স্ট্রিমিং করা যাবে না

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে বিচারপতি ভট্টাচার্যর আরও নির্দেশ, অভিষেক বা রুজিরার বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের সময় কোনও সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। এই সময়ে কোনও লাইভ স্ট্রিমিং করা যাবে না।

অভিযানের পর সিজার লিস্ট নিয়ে সংবাদমাধ্যমে কোনও তথ্য দেওয়া যাবে না

অভিযানের পর সিজার লিস্ট নিয়ে সংবাদমাধ্যমে কোনও তথ্য দেওয়া যাবে না। এই সংক্রান্ত কোনও খবর প্রকাশের ক্ষেত্রে অভিযুক্ত হিসেবে অভিষেক বা রুজিরার ছবি ব্যবহার করতে পারবে না সংবাদমাধ্যম। এই মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারি মাসে।