সোম ও মঙ্গল পেন ডাউন বেসরকারি হাসপাতালগুলিতে, সমস্যা এবার আরও গভীর

আগামী সপ্তাহে দু'দিন ওই হাসপাতাল গুলিতে কাজ বন্ধ রাখবেন সিনিয়র চিকিৎসকেরা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
senior doctors

File Picture

নিজস্ব সংবাদদাতা: ধর্মতলায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা অনশন করছেন। গত শনিবার থেকে সেই অনশন চলছে কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও সদর্থক ভূমিকা নেওয়া হয়নি বলেই অভিযোগ। এই অবস্থায় শহরের তিন নামী বেসরকারি হাসপাতাল 'পেন ডাউন' করার সিদ্ধান্ত নিয়ে নিল। অর্থাৎ এবার প্রতিবাদ আরও চরমে। যা জানা যাচ্ছে, আগামী সপ্তাহে দু'দিন ওই হাসপাতাল গুলিতে কাজ বন্ধ রাখবেন সিনিয়র চিকিৎসকেরা। 

junior doctors 1111

এর মধ্যে রয়েছে, সিকে বিড়লা, উডল্যান্ড এবং কোঠারি হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। তাঁরা সংবাদমাধ্যমে জানিয়েছেন, আগামী ১৪ এবং ১৫ তারিখ 'পেন ডাউন' করতে চলেছেন তাঁরা। জরুরী পরিষেবা চললেও আর কোনও পরিষেবা মিলবে না এই দু’দিন। আর এই দু’দিনের মধ্যে যদি সরকার কোনও পদক্ষেপ না নেই, তাহলে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে বলেই জানাচ্ছেন সিনিয়রেরা। 

junior doctors in dhamatala