/anm-bengali/media/media_files/ogTc49MDA1hc9ddEA9KN.jpg)
নিজস্ব সংবাদদাতা: যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর উদ্ধার হওয়া ডায়রির পাতায় লেখা চিঠি নিয়ে এখন উঠছে একাধিক প্রশ্ন। ডিন অফ স্টুডেন্টসকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে, ক্যাম্পাসের জনৈক 'রুদ্রদা'র কথা বলা হয়েছে। বলা হয়েছে, সেই সিনিয়র নাকি হোস্টেল নিয়ে ওই ছাত্রকে নানা ভয় দেখিয়েছে। বলেছে, ওই হোস্টেলে থাকলে নাকি দাদাদের ফাই-ফরমাশ খাটতে হয়, না খাটলে রেলিংয়ের উপর দিয়ে হাঁটতে হয়। যে চিঠিটি সামনে এসেছে, তা আদৌ মৃত পড়ুয়া লিখেছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ স্বপ্নদীপের বাবা দাবি করেছেন যে ওই হাতের লেখা তাঁর ছেলের নয় বরং কেউ ওর নকল করে লিখে দিয়েছে। চিঠির নীচে থাকা ছাত্রের স্বাক্ষর নিয়েও সন্দেহ দানা বেঁধেছে।
চিঠির গোটাটাই টানাভাবে লেখা হলেও তারিখের জায়গায় ডাবল রাইটিং রয়েছে। তারিখের জায়গায় দেওয়া আছে ১০ আগস্ট। অভিযোগ, ৯ আগস্টের উপরে নতুন করে ১০ আগস্ট লেখা হয়েছে সেখানে। কিন্তু গত ৯ অগাস্টই যাদবপুরের মেন হোস্টেলের নীচে নগ্ন, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় স্বপ্নদীপকে। পরের দিন ভোরেই মৃত্যু হয় তার। এবার প্রশ্ন উঠছে যে যে ৯ অগাস্ট ঘটনা ঘটলে চিঠির তারিখ কেন ১০ অগাস্ট করা হয়? তাহলে কি অভিযুক্ত ছাত্রেরাই তথ্যপ্রমাণ হেরফের করতে এই ফন্দি বের করে? বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের দাবি যে এই 'রুদ্র' সম্ভবত রুদ্র চট্টোপাধ্যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us