বার্থ সার্টিফিকেট নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য ! নাম, জন্ম তারিখ পাল্টাতে গেলেই মুশকিল

দেখুন নতুন নির্দেশিকা।

author-image
Debjit Biswas
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা : এবার বার্থ সার্টিফিকেট নিয়ে কড়া অবস্থান গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। যারফলে এবার থেকে বার্থ সার্টিফিকেটে নাম সংশোধন করতে গেলে বা জন্ম তারিক বদল করতে গেলে ভীষণ মুশকিলে পড়তে পারেন। মূলত এই বিষয়কে কেন্দ্র করে চলমান দুর্নীতিকে রুখতেই কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এই বিষয়ে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি হল -

nabammmmma.webp

১. যেসমস্ত শিশুদের ক্ষেত্রে নাম ছাড়াই রেজিস্টারে তথ্য দেওয়া হয়, তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য প্রমান দেখেই রেজিস্টার নতুন করে নাম এনলিস্ট করতে পারবেন। 

২. বাবা মায়ের ডিভোর্স হয়ে গেলে শিশুর যে নাম আগে রেজিস্টার করা থাকবে তা পরিবর্তন করা যাবে না। 

৩. জন্মের সময়ের পরিবর্তন কোনওভাবেই করা যাবে না।