মহিলারা পাবে ৫,০০০ টাকা! দারুণ ঘোষণা মমতার সরকারের

রাজ্যের মহিলাদের জন্য দারুণ খবর। আবার এক নতুন প্রকল্প। নাম জাগো প্রকল্প। দেওয়া হবে ৫০০০ টাকা।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatamoney

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের (West Bengal) মহিলাদের জন্য আবার বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার (CM Mamata Banerjee)। এবার নতুন বড়ো প্রকল্প ঘোষণা করলো রাজ্য সরকার (State Govt)। কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মহিলারা এর জন্য আবেদন করতে পারেন। প্রতিবছর ৫,০০০ টাকা করে দেওয়া হবে। এর নাম জাগো প্রকল্প (Jago Prokolpo)। রাজ্য সরকারের সম্পূর্ণ নতুন এই প্রকল্পটি কেবল SHG, SE গ্রুপ ও স্বনির্ভর দলের মহিলাদের জন্য। কেবল পশ্চিমবঙ্গের মহিলারাই আবেদন করতে পারবেন।