New Update
/anm-bengali/media/media_files/AJbbJdcv6sPkaMFEdmBR.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নবান্ন অভিযানকে ঘিরে এবার সতর্ক করলেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/BoyYoFtV5gmC8u5xd1xj.jpg)
তিনি বলেছেন, "তথাকথিত 'ছাত্র সমাজের' নবান্ন চলোকে ঘিরে সকাল থেকে উস্কানিমূলক পোস্ট করছেন বিজেপির নেতারা। এরা CBIর কাছে justice না চেয়ে কলকাতায় অশান্তি তৈরিতে মরিয়া। কেউ কোনো গুজব, প্ররোচনার ফাঁদে পা দেবেন না। বিজেপির অনেকে চেষ্টা করছে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার"।
/anm-bengali/media/media_files/L0ExEKkl96PJ4fpEZ1yN.jpg)
নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছে।
তথাকথিত 'ছাত্র সমাজের' নবান্ন চলোকে ঘিরে সকাল থেকে উস্কানিমূলক পোস্ট করছেন বিজেপির নেতারা।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 27, 2024
এরা CBIর কাছে justice না চেয়ে কলকাতায় অশান্তি তৈরিতে মরিয়া।
কেউ কোনো গুজব, প্ররোচনার ফাঁদে পা দেবেন না।
বিজেপির অনেকে চেষ্টা করছে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us