নবান্ন অভিযান: এবার কুণাল ঘোষ- সকাল সকাল বিশাল খবর

কি বললেন কুণাল ঘোষ?

author-image
Aniket
New Update
kunal-ghosh

File Picture

নিজস্ব সংবাদদাতা: নবান্ন অভিযানকে ঘিরে এবার সতর্ক করলেন কুণাল ঘোষ।

kunal ghoshui.jpg

তিনি বলেছেন, "তথাকথিত 'ছাত্র সমাজের' নবান্ন চলোকে ঘিরে সকাল থেকে উস্কানিমূলক পোস্ট করছেন বিজেপির নেতারা। এরা CBIর কাছে justice না চেয়ে কলকাতায় অশান্তি তৈরিতে মরিয়া। কেউ কোনো গুজব, প্ররোচনার ফাঁদে পা দেবেন না। বিজেপির অনেকে চেষ্টা করছে অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার"।

kunal ghoshw3.jpg

নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছে।