নিরাপত্তাহীনতা! অমিত শাহকে চিঠি নওশাদের

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য।

author-image
Aniruddha Chakraborty
New Update
jhh

File Pic

নিজস্ব সংবাদদাতাঃ নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এর আগে নবান্নে গিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী ছিলেন। যদিও সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি নওশাদের।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন নওশাদ। নিরাপত্তার আশঙ্কার কথা বারবার সেই চিঠিতে উঠে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তাও চেয়েছেন তিনি। চিঠিতে উল্লেখ রয়েছে, ভাঙড়ের গত দু’দিনের হিংসার ঘটনা। এই প্রথম নয় এর আগে ২২ মে অমিত শাহকে একটি চিঠি লিখেছিলেন নওশাদ। সেখানেও কেন্দ্রীয় নিরাপত্তা চেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, আগামী ৮ জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট রাজ্যে। ভোটের মনোনয়ন পর্ব থেকে রাজ্যের একাধিক জায়গায় হিংসার অভিযোগ এসেছে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। এর মধ্যে ভাঙড়ের ছবিটা ভয়ঙ্কর। মুড়ি মুড়কির মতো বোমাবাজি, গুলি, হিংসায় প্রাণনাশের মতো ঘটনাও দেখেছে ভাঙড়।