পুজোর পরই অভিষেকের 'নবজোয়ার-২'!

লোকসভা ভোটের বৈতরণী পেরোতে তৃণমূলের আস্থা সেই নবজোয়ারে? এবার জল্পনা ছড়িয়ে পড়েছে যে আবার নবজোয়ার যাত্রায় নামতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

abhishek bur.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দুর্নীতির অভিযোগে শাসকদল যখন একের পর এক বিদ্ধ হয়ে চলেছে, তখন পঞ্চায়েতের প্রাক্কালে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গরমের মধ্যে নবজোয়ার যাত্রা না করার জন্য অভিষেককে মানাও করেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নবজোয়ার যাত্রায় অনড় ছিলেন ও শেষ পর্যন্ত সেটা বিপুল জনসমর্থনে করে দেখিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বাংলাজুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন তৃণমূল সাংসদ। রাজ্যের শাসকদল সেই থেকে বারবার দাবি করে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নবজোয়ার জনজোয়ারে পরিণত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ভাল ফলের জন্য অভিষেকের নবজোয়ার যাত্রাকেই অনেকাংশে কৃতিত্ব দিয়েছেন তৃণমূলের নেতারা। আর কয়েকমাস পরই লোকসভা নির্বাচন আসছে। সেই নির্বাচনের আগে কি ফের নবজোয়ার যাত্রা করতে পারেন তৃণমূলের নবযুগের কান্ডারি? বেশ কিছুদিন ধরেই এই জল্পনা ছড়িয়ে পড়েছে। এবার সেই জল্পনা আরও বাড়িয়ে দিল এক্স হ্যান্ডেলে তৃণমূলের একটি পোস্ট। অভিষেককে জননেতা আখ্যা দেওয়া হয়েছে সেখানে। সেই পোস্টেই নবজোয়ার যাত্রার টুকরো টুকরো ভিডিও তুলে ধরা হয়েছে। গণেশ পুজোর দিন নবজোয়ারের ভিডিয়ো পোস্ট করাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা ছড়াচ্ছে। তবে কি সব জল্পনা সত্যি করে লোকসভা নির্বাচনের আগেই ফের নবজোয়ার যাত্রায় নামবেন অভিষেক? 

দুর্নীতির অভিযোগে শাসকদল যখন বিদ্ধ, তখন নবজোয়ার কর্মসূচিকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ একের পর এক তুলতে থাকে আর মানুষকে মনে করিয়ে দিতে থাকে তৃণমূল। শাসকদলের নেতারা বলছেন যে এই পাল্টা আক্রমণে সাফল্য এসেছে পঞ্চায়েতে। যদিও তৃণমূলের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন আবার বিরোধীরা। কিন্তু অঙ্কের হিসেবে রাজ্যের সব জেলায় জেলা পরিষদ গঠন করেছে সেই তৃণমূল। লোকসভার আগেও কি তাই নবজোয়ারের দিকেই তাকিয়ে রয়েছে দল? তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, উৎসবের মরসুম শেষ হলেই নবজোয়ার-২ নিয়ে কাজ শুরু করবেন অভিষেক। দলের তরফে এই মর্মে কোনও চূড়ান্ত সফরসূচি বা বিবৃতি প্রকাশিত না হলেও আলোচনার অন্ত নেই। এরই মধ্যে গণেশ পুজোর বিকেলে শাসকদলের নবজোয়ারের ভিডিয়ো পোস্ট করা নিঃসন্দেহে জল্পনা আরও বাড়িয়ে দিল। মালদার ইংলিশবাজারে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করেছিলেন, নবজোয়ার যাত্রাই বিজেপিকে সরাবে। অনুমান করা হচ্ছে যে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে নবজোয়ার-২।