নবমীর দুপুরে কালো আকাশ, নামল বৃষ্টি! কলকাতায় সন্ধ্যায় বেরোতে আদৌ পারবেন?

তবে ছাতা মাথায় নবমীতে ঠাকুর দেখার ভিড় সকাল থেকেই।

author-image
Anusmita Bhattacharya
New Update
Durga

নিজস্ব সংবাদদাতা: অষ্টমীর রাতের রেশ নবমীতেও। ঝমঝমিয়ে নবমীর দুপুরে বৃষ্টি হল কলকাতায়। নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি সঞ্চয় করছে বঙ্গোপসাগরে। আর তার জেরে যে দুর্গাপুজোর নবমীর রাত ভাসতে পারে, তা আগেই বলেছিল আবহাওয়া দফতর। সত্যি হল সেই পূর্বাভাস। ঝোড়ো হাওয়ায় প্যান্ডেলের ক্ষতি হতে পারে। সঙ্গে ফের জল জমবে নাকি? 

Rain