গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু

আবার কসবা কাণ্ডের ছায়া দেখল রাজ্যবাসী। এবার শিরোনামে গড়িয়া। আদর্শনগর থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ। ৪৫-এর তরুণ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রী আশার দেহ বিছানায় পড়েছিল।

author-image
Jaita Chowdhury
New Update
Suicide

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ফের কসবা কাণ্ডের (Kasba Incident) ছায়া। গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল দু’জনের দেহ। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে বছর ৪৫-এর তরুণ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, তাঁর স্ত্রী আশার দেহ বিছানায় পড়েছিল। বছর ৩৫-এর মহিলার গলায় ফাঁসের দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ওই দম্পতির দুই ছেলেমেয়ে রয়েছে। ঘটনার দিন কেউ বাড়িতে ছিল না। প্রতিবেশীদের দাবি, গতকাল দুপুরেও দম্পতির আচরণে কোনও অস্বাভাবিকতা দেখেননি। স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। কী কারণে মৃত্যু? তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Suicide