মুকুল রায় মামলায় হাইকোর্টের চূড়ান্ত রায়: খারিজ বিধায়ক পদ, বাতিল স্পিকারের সিদ্ধান্ত

দলত্যাগ বিরোধী আইন লঙ্ঘন করেছেন মুকুল রায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 mukult

File Picture

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে চূড়ান্ত রায় এল মুকুল রায় মামলায়। তৃণমূল নেতা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। একইসঙ্গে আদালত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তও খারিজ করে দিয়েছে।

রায় অনুযায়ী, দলত্যাগ বিরোধী আইন লঙ্ঘন করেছেন মুকুল রায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েও বছর ঘুরতে না ঘুরতেই তৃণমূলে যোগ দেন তিনি। ২০২২ সালে এই ঘটনাকেই কেন্দ্র করে আদালতে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়।

mukul3

প্রথমে বিষয়টি নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। তবে শীর্ষ আদালত নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টে আবেদন জানাতে। সেই অনুযায়ী শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা করেন। বৃহস্পতিবারের রায়ে আদালত জানায়, স্পিকার মুকুল রায়কে বিধায়ক হিসেবে বহাল রাখার সিদ্ধান্ত আইনসিদ্ধ নয়।

অর্থাৎ, আদালতের রায়ে স্পষ্ট — দলত্যাগ বিরোধী আইন ভঙ্গের জন্য মুকুল রায়ের বিধায়ক পদ বাতিল। রাজ্যের রাজনীতিতে এই রায়কে বড় মোড় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।