নিজস্ব সংবাদদাতা : আজ একদিকে যখন মুর্শিদাবাদে সদ্য দল থেকে সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়েই ANM NEWS-এর কাছে এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে একাধিক বিস্ফোরক দাবি করলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। প্রথমে হুমায়ুন কবিরের তরফ থেকে বাবরি মসজিদ নির্মাণের দাবি তোলা, এবং পরে এই বিষয়কে কেন্দ্র করেই হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার বিষয়টিকে তিনি মমতা ব্যানার্জির একটি গেমপ্ল্যান হিসেবেই দেখছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/C6VXow3rIV9olafgZiOV.jpg)
আজ এই বিষয়ে তিনি বলেন,''মমতা ব্যানার্জি একথা খুব ভালোভাবেই জানেন যে তিনি হিন্দু ভোট পুরোপুরি হারিয়েছেন। তিনি বহুদিন ধরে মুসলিমদের উন্নয়নের লোভ দেখিয়ে কিছুই উন্নয়ন করেননি,তাই এই মুহূর্তে মুসলিম ভোটও তিনি হারিয়ে ফেলতে পারেন। তাই তিনি এখন হুমায়ুন কবিরকে নিয়ে এই নাটক করছেন। ওনার প্ল্যান একটাই,কোনওভাবে যদি হুমায়ুন কবিরকে কাজে লাগিয়ে উগ্র মুসলিমদের নিয়ন্ত্রণে রাখা। উনি চান যদি হুমায়ুন কবিরকে কাজে লাগিয়ে বেশকিছু আসন বের করে নিয়ে আসা যেতে পারে, তাহলে ভোটের পর ফের কোনও সেটেলমেন্ট করে নেওয়া যাবে। আর এই কাজে সিপিএম-ও একটা ভূমিকা পালন করবে। সিপিএম হুমায়ুন কবিরের সাথে জোট করে মুর্শিদাবাদে লড়তে পারে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/06/humayun-kabir-aas-2025-12-06-13-31-21.png)
এই কথার প্রসঙ্গেই তিনি ফিরহাদ হাকিমকেও নিশানা করেন। ফিরহাদ হাকিম সম্পর্কে তিনি বলেন,''যে সময়ে হুমায়ুন কবির বলেছিল আমরা ৭০% মানুষ চাইলেই ৩০% মানুষকে কেটে ভাগিরথীর জলে ভাসিয়ে দিতে পারি, সেইসময়ে তিনি হুমায়ূনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি। এর আগেও ওনার সবথেকে কাছে লোক, কলকাতার বর্তমান মহানাগরিক ফিরহাদ হাকিম একটি মৌলবীদের সভা থেকে বলেছিলেন যে,অন্যধর্মে জন্মগ্রহণ করা আসলে একটি পাপ। আমাদের উচিত যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদেরকে ইসলাম ধর্মে দাওয়াত দেওয়া। তখন তিনি ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ নেননি। আজ তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নাটক করে হিন্দুদের মন পাওয়ার চেষ্টা করছেন। আর হুমায়ুন কবিরও বারংবার মুখ্যমন্ত্রীকে RSS-এর দালাল বলেও হিন্দুদের বোকা বানানোর চেষ্টা করছে। আসলে এক্ষেত্রে ভাই বোনের প্রচার করছে,আর বোন ভাইয়ের প্রচার করছে। এই সমস্ত কিছুই আসলে আর কিছুই নয় পুরোপুরি নাটক।''
হুমায়ুন কবির দল থেকে সাসপেন্ড হলে ফিরহাদ হাকিম নয় কেন ? হুমায়ুন-মমতার গোপন গেমপ্ল্যান ধরে ফেললেন জগন্নাথ সরকার
হুমায়ুন-মমতার কোন গোপন গেমপ্ল্যান ধরে ফেললেন জগন্নাথ সরকার ?
JAGANNATH
নিজস্ব সংবাদদাতা : আজ একদিকে যখন মুর্শিদাবাদে সদ্য দল থেকে সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময়েই ANM NEWS-এর কাছে এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে একাধিক বিস্ফোরক দাবি করলেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার। প্রথমে হুমায়ুন কবিরের তরফ থেকে বাবরি মসজিদ নির্মাণের দাবি তোলা, এবং পরে এই বিষয়কে কেন্দ্র করেই হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার বিষয়টিকে তিনি মমতা ব্যানার্জির একটি গেমপ্ল্যান হিসেবেই দেখছেন।
আজ এই বিষয়ে তিনি বলেন,''মমতা ব্যানার্জি একথা খুব ভালোভাবেই জানেন যে তিনি হিন্দু ভোট পুরোপুরি হারিয়েছেন। তিনি বহুদিন ধরে মুসলিমদের উন্নয়নের লোভ দেখিয়ে কিছুই উন্নয়ন করেননি,তাই এই মুহূর্তে মুসলিম ভোটও তিনি হারিয়ে ফেলতে পারেন। তাই তিনি এখন হুমায়ুন কবিরকে নিয়ে এই নাটক করছেন। ওনার প্ল্যান একটাই,কোনওভাবে যদি হুমায়ুন কবিরকে কাজে লাগিয়ে উগ্র মুসলিমদের নিয়ন্ত্রণে রাখা। উনি চান যদি হুমায়ুন কবিরকে কাজে লাগিয়ে বেশকিছু আসন বের করে নিয়ে আসা যেতে পারে, তাহলে ভোটের পর ফের কোনও সেটেলমেন্ট করে নেওয়া যাবে। আর এই কাজে সিপিএম-ও একটা ভূমিকা পালন করবে। সিপিএম হুমায়ুন কবিরের সাথে জোট করে মুর্শিদাবাদে লড়তে পারে।''
এই কথার প্রসঙ্গেই তিনি ফিরহাদ হাকিমকেও নিশানা করেন। ফিরহাদ হাকিম সম্পর্কে তিনি বলেন,''যে সময়ে হুমায়ুন কবির বলেছিল আমরা ৭০% মানুষ চাইলেই ৩০% মানুষকে কেটে ভাগিরথীর জলে ভাসিয়ে দিতে পারি, সেইসময়ে তিনি হুমায়ূনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি। এর আগেও ওনার সবথেকে কাছে লোক, কলকাতার বর্তমান মহানাগরিক ফিরহাদ হাকিম একটি মৌলবীদের সভা থেকে বলেছিলেন যে,অন্যধর্মে জন্মগ্রহণ করা আসলে একটি পাপ। আমাদের উচিত যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদেরকে ইসলাম ধর্মে দাওয়াত দেওয়া। তখন তিনি ফিরহাদ হাকিমের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ নেননি। আজ তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নাটক করে হিন্দুদের মন পাওয়ার চেষ্টা করছেন। আর হুমায়ুন কবিরও বারংবার মুখ্যমন্ত্রীকে RSS-এর দালাল বলেও হিন্দুদের বোকা বানানোর চেষ্টা করছে। আসলে এক্ষেত্রে ভাই বোনের প্রচার করছে,আর বোন ভাইয়ের প্রচার করছে। এই সমস্ত কিছুই আসলে আর কিছুই নয় পুরোপুরি নাটক।''