Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/F72tNHGftMVNeFrqr1vx.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রয় কৃষ্ণাদের ২-০ ব্যবধানে উড়িয়ে টানা দ্বিতীয়বার আইএসএল ফাইনালে মোহনবাগান। ম্যাচের আগে অনেক কথাই হয়েছে। বিশেষ করে বলতে হয় রয় কৃষ্ণার কথা। ওড়িশা এফসির অন্যতম শক্তি। প্রথম লিগের ম্যাচে তাঁর গোলই পার্থক্য গড়ে দিয়েছিল। একটা সময় হাবাসের কোচিংয়ে খেলেছেন রয় কৃষ্ণা। কলকাতার এই ফ্র্যাঞ্চাইজিতেই। প্রথম লিগে হাবাস তাঁকে আটকাতে পারেননি। দ্বিতীয় লিগে হাবাস বুঝিয়ে দিলেন, তিনিই বস।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us