নিজস্ব সংবাদদাতা: কোচবিহারের রাস পালার মাঠে পা রাখার মাধ্যমে পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী। মোদী। বক্তব্যের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ধন্যবাদ জানালেন তিনি।
মোদী বলেন, 'কোচবিহারে আসার পথে মানুষের এত ভিড় দেখে মনে হল যেন রোড শো হচ্ছে। ২০১৯- এ কোচবিহারের এই রাসমেলার মাঠেই সভা করেছিলাম। মঞ্চ বেঁধে মাঠ ছোট করে দিয়েছিল। বলেছিলাম দিদি আপনি ঠিক করেননি। মমতা এর জবাব পেয়ে গিয়েছেন। এবারের সভায় কোনও বাধা না দেওয়ায় প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ'।
/anm-bengali/media/media_files/pjRifHYPixRGJtCZIdj2.jpg)
/anm-bengali/media/post_attachments/4a57150265b9aaddbde75f78baa76c02e1566cd686770f99fee4cda4d5e5fbf4.webp)