BREAKING: 'আমার জন্য বাংলার মা-বোন'...বাংলায় বড় কথা বলে দিলেন মোদী!

বাংলার মা-বোনদের নিয়ে বড় কথা বলে দিলেন মোদী।

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: 'ওরা জানতে চায় মোদীর পরিবার কোথায়? এটাই তো আমার পরিবার। বাংলার প্রত্যেক মা-বোনেরা আমার পরিবার। আমার জন্য বাংলার মা-বোন দুর্গার মতো'।  সম্পূর্ণ বাংলা ভাষণে পরিবারবাদ, স্বজনপোষণ নিয়ে ইন্ডিয়া জোটকে মোদী এভাবেই কটাক্ষ করলেন বারাসাতের মঞ্চ থেকে।