BREAKING: তৃণমূলের জমানত জব্দ! স্টেপ নিচ্ছেন মোদী, করলেন ঘোষণা

ভোট নিয়ে আজ তৃণমূলকে আক্রমণ করলেন মোদী।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: আজ জলপাইগুড়ির ধুপগুড়ির জনসভায় উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তৃণমূল সরকারকে করলেন আক্রমণ।

ppmmodii2.jpg

বলেন, 'এই ভোটে তৃণমূলকে শিক্ষা দেওয়া জরুরি। বুথে বুথে তৃণমূলের জমানত জব্দ করতে হবে। তৃণমূল সরকার গরীব বিরোধী। তৃণমূলের নেতারা বড় বড় বাংলোয় থাকেন আর শ্রমিকদের কোনও উন্নয়ন হয় না'।

narendraa modipm.jpg

Add 1