ফের মেট্রো বিভ্রাট, ভোগান্তি সপ্তাহের শুরুতেই

যান্ত্রিক ত্রুটির জেরেই থমকে যায় ট্রেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kolkata-metro-1200

File Picture

নিজস্ব সংবাদদাতা: সোমবারের ব্যস্ত সকালে ফের বড় ধাক্কা খেল শহরের সবচেয়ে পুরনো মেট্রো পরিষেবা। কবি নজরুল মেট্রো স্টেশনের ডাউন লাইনে হঠাৎই দাঁড়িয়ে যায় একটি রেক। ফলে গড়িয়াবাজারেই আটকে পড়ে ট্রেনটি।

মেট্রো সূত্রে সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির জেরেই থমকে যায় ট্রেন। এই ঘটনায় যাত্রীদের নামিয়ে দিতে হয় এবং বিকল্প ব্যবস্থা করতে হয় মেট্রো কর্তৃপক্ষকে। অফিসযাত্রীদের পাশাপাশি সমস্যায় পড়েন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও।

ঘটনার পর দক্ষিণেশ্বর থেকে ছাড়া ট্রেনগুলির গন্তব্য হয়ে যায় টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার স্টেশন। ফলে যাত্রীদের ভোগান্তি আরও বাড়ে।

publive-image

সকাল ৮টা ২০ মিনিট নাগাদ এই বিভ্রাট শুরু হয়। মেরামতির কাজ চালিয়ে এক ঘণ্টার মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়। সকাল ৯টা ২৫ মিনিটে ডাউন লাইনে এবং ৯টা ৫২ মিনিটে আপ লাইনে ফের চলতে শুরু করে মেট্রো।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ব্লু লাইনে বারবার সমস্যা ধরা পড়ছে। নিয়মিত বিভ্রাটের কারণে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। প্রশ্ন উঠছেপুরনো লাইনের রক্ষণাবেক্ষণে মেট্রো কর্তৃপক্ষ কতটা মনোযোগী?