ফের মেট্রো বিভ্রাট, পুজোর আগে ভোগান্তি চরমে

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক ছিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tet exam metro.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে ফের বিপাকে পড়ল মেট্রো যাত্রা। সোমবার দুপুরে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল দক্ষিণেশ্বরমুখী মেট্রো চলাচল। এর ফলে চরম দুর্ভোগের শিকার হন অফিসযাত্রী সহ নিত্যযাত্রীরা।

কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, দুপুর সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণেশ্বরগামী ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয়। বেলা ১২টার পর থেকে দক্ষিণেশ্বরমুখী মেট্রো পুরোপুরি বন্ধ হয়ে যায়। দমদম ও নোয়াপাড়া স্টেশনের মাঝে বিদ্যুৎ সংযোগে ত্রুটি দেখা দেওয়াতেই এই বিপত্তি। গিরিশ পার্ক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন, যার জেরে পরিষেবা বিঘ্নিত হয়। তবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক ছিল।

metro

প্রসঙ্গত, কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে চলছে মেট্রো পরিষেবা। এরই মাঝে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ২৭২টি ট্রেনের মধ্যে ৩২টি শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাবে না। বহু ট্রেন মহানায়ক উত্তম কুমার স্টেশনেই শেষ হচ্ছে।

যাত্রীরা অভিযোগ তুলেছেন, সম্প্রতি ব্লু লাইন (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম রুট) যেন অবহেলিত হয়ে পড়েছে। বারবার দেরিতে ট্রেন আসা, দরজা সঠিকভাবে বন্ধ না হওয়া, মাঝপথে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা—এসব সমস্যায় নিত্য ভোগান্তি বেড়েই চলেছে। উৎসবের মরশুম ঘনিয়ে আসতেই যাত্রী চাপ বাড়ছে, তার মধ্যে এদিনের মতো পরিষেবা বন্ধ হওয়ায় ভিড় আরও বেড়ে যায়।

অভিযোগ, নতুন তিনটি রুট চালুর পর থেকে ব্লু লাইন যেন ‘দুয়োরানি’ হয়ে গিয়েছে। যাত্রীদের ক্ষোভ, মেট্রো কর্তৃপক্ষের অব্যবস্থাপনা চলতে থাকলে উৎসবের মরশুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে।