ফের মেট্রো বিভ্রাট

ফের মেট্রো বিভ্রাট হয়েছে।

author-image
Aniket
New Update
8391961b-010e-49c8-af7e-130d9d764cea

নিজস্ব প্রতিনিধি: মেট্রো চলাচলে বিভ্রাট। সকাল ১১.৫৫ নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে লাইনের উপর এক যাত্রী পড়ে যায়।

সেই সময় একটা আপ ট্রেন ঢুকছিল। লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উদ্ধারের কাজ চলছে।

 গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলছে। বর্তমানে ভোগান্তি যাত্রীদের।