/anm-bengali/media/media_files/NxqUELJ90eeBhInibvOB.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: কলকাতাবাসীর কাছে মেট্রো হল লাইফলাইন৷ আর পুজোয় মেট্রোর হাত ধরে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত ঠাকুর দেখে ফেলার মতো সস্তায়, কম ক্লান্তিকর উপায় আর খুঁজে পাওয়া যায় না৷ এবার দর্শনার্থীদেরও সব দিক থেকে সব রকমের সাহায্য করার আশ্বাস দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ৷ পুজোর ভিড়ে টোকেন কাটার সমস্যা এড়াতে একেবারে স্মার্ট কার্ডে টাকা ভরিয়ে দেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে৷ তার পাশাপাশি, প্রতি বছরের মতো এবছরও সেই ভোর থেকে শুরু করে সারা রাত পাবেন মেট্রো পরিষেবা৷ তবে পঞ্চমী থেকে ত্রয়োদশী মেট্রো শুরুর আর শেষের নির্ঘণ্ট আলাদা৷ তাই সেটা জেনে নেওয়া জরুরি।
উত্তর-দক্ষিণ মেট্রোয় পঞ্চমী ও ষষ্ঠীর দিন ২৮৮ টি পরিষেবা পাবেন। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন ২৪৮ টি পরিষেবা ও দশমীর দিন ১৩২ টি পরিষেবা পাবেন। এছাড়া একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ২৩৪ টি পরিষেবা থাকবে যাত্রীদের জন্য।
পঞ্চমী ও ষষ্ঠী
যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী (১৯/১০/২৩) এবং ষষ্ঠী (২০/১০/২৩) কলকাতা মেট্রো ২৮৮ টি পরিষেবা (১৪৪ টি আপ এবং ১৪৪ টি ডাউন ) দেবে।মেট্রো চলবে সকাল ৬:৫০ থেকে মধ্যরাত পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৫ অথবা ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্রথম মেট্রো:
৬:৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
৬:৫০ দমদম থেকে কবি সুভাষ
৬:৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর
৭:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
শেষ মেট্রো:
২২:৩৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
২২:৪০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
২২:৫০ দমদম থেকে কবি সুভাষ
২২:৫০ কবি সুভাষ থেকে দমদম
সপ্তমী , অষ্টমী ও নবমী
যাত্রীদের সুবিধার্থে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩) মেট্রো ২৪৮ টি পরিষেবা (১২৪ টি আপ এবং ১২৪ টি ডাউন ) দেবে।মেট্রো চলবে বেলা ১২:৫৫ থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৬ অথবা ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্রথম মেট্রো:
১২:৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর
১৩:০০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
১৩:০০ দমদম থেকে কবি সুভাষ
১৩:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
১৩:০০ মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর
১৩:০০ গীতাঞ্জলি থেকে দমদম
১৩:০০ শ্যামবাজার থেকে কবি সুভাষ
শেষ মেট্রো:
ভোর ০৩:৪৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
ভোর ০৩:৪৮ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
ভোর ০৪:০০ দমদম থেকে কবি সুভাষ
ভোর ০৪:০০ কবি সুভাষ থেকে দমদম
দশমী
যাত্রীদের সুবিধার্থে দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো ১৩২টি পরিষেবা (৬৬টি আপ এবং ৬৬টি ডাউন) দেবে। মেট্রো চলবে বেলা ১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্রথম মেট্রো:
১৩:০০ দমদম থেকে দক্ষিণেশ্বর
১৩:০০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
১৩:০০ দমদম থেকে কবি সুভাষ
১৩:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
শেষ মেট্রো:
২১:৪৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
২১:৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
২২:০০ দমদম থেকে কবি সুভাষ
২২:০০ কবি সুভাষ থেকে দমদম
একাদশী থেকে ত্রয়োদশী
যাত্রীদের সুবিধার্থে একাদশী (২৫/১০/২৩) থেকে ত্রয়োদশী (২৭/১০/২৩) মেট্রো ২৩৪ টি পরিষেবা (১১৭টি আপ এবং ১১৭টি ডাউন )দেবে।মেট্রো চলবে সকাল ৬:৫০ থেকে রাত ১০:৩৫ অবধি । ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্রথম মেট্রো:
৬:৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
৬:৫০ দমদম থেকে কবি সুভাষ
৬:৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর
৭:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
শেষ মেট্রো:
২১:২৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
২১:৩০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
২১:৪০ দমদম থেকে কবি সুভাষ
২১:৪০ কবি সুভাষ থেকে দমদম
স্বাভাবিক মেট্রো পরিষেবা ২৯ তারিখ থেকে শুরু হবে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us