বিজ্ঞান-দর্শন-আধ্যাত্মবাদের মেলবন্ধন - ‘PROযুক্তি তক্কো গপ্পো’

সঞ্চালনায় ছিলেন খ্যাতনামা সাংবাদিক ঋত্বিক মুখোপাধ্যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
PROjyukti Tokko Golpo

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাঙালির চিরাচরিত তর্কপ্রবণতা ও জিজ্ঞাসু মনোভাবকে আরও চাঙ্গা করতে অনুষ্ঠিত হল বিশেষ আলোচনা সভা ‘PROযুক্তি তক্কো গপ্পো’। সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এই অনবদ্য আলোচনার আসর ঘিরে বুদ্ধিজীবী মহলে দেখা গেল বিপুল উৎসাহ। সঞ্চালনায় ছিলেন খ্যাতনামা সাংবাদিক ঋত্বিক মুখোপাধ্যায়।

দুই ঘণ্টা দীর্ঘ এই আলোচনাচক্রে বিজ্ঞান, দর্শন ও আধ্যাত্মবাদের উত্তরণ ঘটিয়ে উঠে এল এক অভিনব পরিবেশ। বিশিষ্ট পদার্থবিজ্ঞানী প্রফেসর দীপঙ্কর হোম মহাবিশ্বের অজানা রহস্য ও আধুনিক বিজ্ঞানের নানা প্রেক্ষাপট তুলে ধরে দর্শকদের মুগ্ধ করেন। অন্যদিকে ইসকনের আরাধ‍্য ভগবান দাস প্রভু ব্যাখ্যা করেন বিজ্ঞান ও আধ্যাত্মবাদ কীভাবে পরস্পরকে পরিপূরক করে মানুষের চিন্তা ও জীবনদর্শনে নতুন দিশা দেখাতে পারে।

1942225-1564334265465-d1c6b94394cce

শুধু বিজ্ঞানচর্চা নয়, আলোচনা ছুঁয়ে যায় ব্যবসায় নৈতিকতা, শিক্ষার গুরুত্ব এবং আধুনিক সমাজে জ্ঞানচর্চার দায়িত্ববোধের মতো বিষয়গুলিও।

অনুষ্ঠানের শেষে সংগীতশিল্পী পণ্ডিত প্রদ্যুত মুখোপাধ্যায় বিশেষ থিম সুর পরিবেশন করেন শ্রোতাদের জন্য। বিজ্ঞান, সংগীত ও দর্শনের সংযোগে তৈরি এই সন্ধ্যায় উপস্থিত অতিথিরা জানান, এমন আয়োজন আরও ঘনঘন হওয়া প্রয়োজন।