শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতির পর এবার রেশন দুর্নীতি

শিক্ষা দুর্নীতি, নিয়োগ দুর্নীতির পর এবার রেশন দুর্নীতি। আর সেই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তবে রাজনৈতিক কর্মী থেকে, সাংবাদিক মহল, অনেকের কাছেই জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা বলেই পরিচিত।

উদ্ধার করা হয়েছে একটি মেরুন ডায়েরি

এদিকে সূত্রের খবর, রেশন দুর্নীতিকাণ্ডে মোড় ঘুরে যেতে পারে এবার। উদ্ধার করা হয়েছে একটি মেরুন ডায়েরি। কী রয়েছে এই ডায়েরিতে?

ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানাতে চায়নি তদন্তকারী সংস্থা

রেশনের বেআইনী পথের নানা ইঙ্গিত আছে ওই ডায়েরিতে। মূলত হিসেব নিকেশ। মূলত সরকারি রেশনের একাংশ কিনে নিতেন ওই ব্যক্তি। এরপর সেগুলি বেসরকারি জায়গায় পাচার করা হত। আর তারই হিসেব নিকেশ লেখা থাকত ওই ডায়েরিতে। তবে ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছু জানাতে চায়নি তদন্তকারী সংস্থা।