ভোটার তালিকা সংশোধনে বড়সড় চ্যালেঞ্জ ! পশ্চিমবঙ্গে ১০ লক্ষেরও বেশি 'সংগ্রহের অযোগ্য' SIR ফর্ম চিহ্নিত

কি জানালেন মনোজ কুমার আগরওয়াল ?

author-image
Debjit Biswas
New Update
voter list application

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া (SIR) শুরুর পর এক বিশাল চ্যালেঞ্জের কথা জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল। তিনি আজ সোমবার জানান, এই প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি SIR গণনা ফর্ম 'সংগ্রহের অযোগ্য' (uncollectable) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Eci


মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, ১০ লক্ষের বেশি ফর্ম 'সংগ্রহের অযোগ্য' হিসেবে চিহ্নিত হওয়ার অর্থ হলো, বিএলও (BLO) কর্মীরা নির্দিষ্ট ঠিকানায় গিয়েও সেই ফর্মগুলি পূরণ করতে পারেননি বা সেই ফর্মগুলি ফেরত পাননি। এই বিশাল সংখ্যাটি ইঙ্গিত দিচ্ছে যে, ১. হয় সেই ঠিকানায় কোনো ভোটার নেই বা তিনি অন্যত্র চলে গেছেন। ২. কিংবা সেই ভোটারদের খুঁজে পাওয়া যায়নি, যাঁরা ফর্মে উল্লেখিত তালিকায় ছিলেন।

এই বিপুল সংখ্যক 'সংগ্রহের অযোগ্য' ফর্মের ফলে রাজ্যে প্রকৃত ভোটারের সংখ্যা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে।