ভিনরাজ্যে পাড়ি দিয়েও হল না শেষরক্ষা
ভিনরাজ্যে পাড়ি দিয়েও হল না শেষরক্ষা। বাগুইআটির জগৎপুরে মহিলার রহস্যমৃত্যুর ঘটনায় মুম্বই থেকে গ্রেপ্তার অভিযুক্ত। ধৃত অমিত দামাইকে শুক্রবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়।
ভিনরাজ্যে পাড়ি দিয়েও হল না শেষরক্ষা। বাগুইআটির জগৎপুরে মহিলার রহস্যমৃত্যুর ঘটনায় মুম্বই থেকে গ্রেপ্তার অভিযুক্ত। ধৃত অমিত দামাইকে শুক্রবার ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়।
মঙ্গলবার জগৎপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা চিকিৎসক গোপাল মুখোপাধ্যায়ের বাড়িটি পুরো ভাড়া দেওয়া ছিল। এদিন সেই বাড়ির তিনতলার ঘরের শৌচালয় থেকে দেহ উদ্ধার হয়। বাড়ির মালিক ডাক্তার গোপাল মুখোপাধ্যায় বাড়ি পরিষ্কার করতে গিয়ে বাথরুমের মধ্যে একটি ড্রাম দেখতে পান। যার ঢাকনা সিমেন্ট দিয়ে আটকানো। সঙ্গে পচা গন্ধ পেয়েছিলেন তিনি। এর পর বাড়ির মালিক বাগুইআটি থানায় যান। পুলিশ এসে কাটার দিয়ে ড্রামের মুখ কাটে। দেখা যায়, ড্রামের মধ্যে মৃতদেহ রয়েছে।