'নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই'

বড় দাবি মমতার।

author-image
Anusmita Bhattacharya
New Update
mmodi sad.jpg

নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় ধর্ষণবিরোধী বিল নিয়ে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রীকে। 

x

তিনি বলেন, আমি চেয়েছিলাম কেন্দ্র সরকার এই আইন করুক। আমাদের রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বিচার হচ্ছে। 

modii pokl1.jpg

এরপরেই তিনি দাবি করেন, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। সারা দেশের জাতির লজ্জা নরেন্দ্র মোদী।

modimamatagh.jpg