নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় ধর্ষণবিরোধী বিল নিয়ে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রীকে।
/anm-bengali/media/post_attachments/02db2bbd4d5676730e70dd653fac27986344c39819e5b73c4fc6bac20ef5170a.jpg)
তিনি বলেন, আমি চেয়েছিলাম কেন্দ্র সরকার এই আইন করুক। আমাদের রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বিচার হচ্ছে।
/anm-bengali/media/media_files/cTUJzXk9R6bxmiMEFthw.jpg)
এরপরেই তিনি দাবি করেন, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। সারা দেশের জাতির লজ্জা নরেন্দ্র মোদী।
/anm-bengali/media/media_files/qarJLes9HfNzE3qqrQDf.jpg)