BREAKING: 'এত বড় ভাওতাবাজ! তুমি ধ্যানে বসে থাকো'

প্রধানমন্ত্রীকে ভাওতাবাজ বললেন মুখ্যমন্ত্রী মমতা।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
modi gaming.png

নিজস্ব সংবাদদাতা: বারুইপুরের সভায় নরেন্দ্র মোদীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

d

মুখ্যমন্ত্রী মমতা বলেন, 'অনেক প্রধানমন্ত্রী দেখেছি, এত বড় ভাওতাবাজ কোথাও দেখিনি। আমাদের প্রশাসকরা ৪৬ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়েছে। আর মোদী এসে বলছেন তিনি ঝড় সামলে দিয়েছেন। প্রধানমন্ত্রী এত মিথ্যা বললে দেশ কী শিখবে? বলছে ৪ তারিখের পর সিএএ করব। আগে তুমি ধ্যানে বসে থাকো। বাংলা বিজেপিকে গোল্লা দেবে'।

PM-Modi-3-1

Add 1