আর ভোট হবে না! আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতার

এই মুহূর্তে দেশের সমস্ত বিরোধী দলগুলোর পাখির চোখ লোকসভা নির্বাচন। এই উপলক্ষ্যে হওয়া তাদের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বার্তা দিলেন।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
১২৩

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বিজেপি যদি ২০২৪-এ ভোটে জিতে ক্ষমতায় আসে তাহলে ভবিষ্যতে দেশে আর কোনও নির্বাচনই হবে না৷ পাটনায় বিরোধীদের বৈঠকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাহুল গান্ধী, নীতিশ কুমারসহ বিরোধী নেতাদের সামনেই মমতা অভিযোগ তোলেন যে রাজ ভবন থেকে সমান্তরাল সরকার চলছে বাংলায়৷

পাটনায় ১৭টি বিরোধী দলের নেতারা ২০২৪ সালের লোকসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণ করতে বৈঠকে বসেছেন৷ মুখ্যমন্ত্রী মমতা এও বলেন যে, 'একশো দিনের টাকা দেয় না৷ রক্ত বইলে বইবে, কিন্তু আমরা দেশকে রক্ষা করব৷ এবারের ভোটে বিজেপি জিতলে আর ভবিষ্যতে দেশে নির্বাচনই হবে না'৷ বিজেপি দেশজুড়ে যে অত্যাচার চালাচ্ছে তাতে ইতি টানতেই বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। বিরোধীদের পরবর্তী বৈঠক আগামী ১২ জুলাই সিমলায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে৷