/anm-bengali/media/media_files/rJvGSup1XJF8dOeuWDa8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় এসেই পঞ্চায়েত ভোটে হিংসা প্রসঙ্গে কড়া বার্তা দিলেন বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)। আজ বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রধান রবিশঙ্কর প্রসাদ বলেন, "উত্তরপ্রদেশে বিজেপি একচেটিয়াভাবে জিতলেও রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গের মতো এত সহিংসতার কোনও ঘটনা ঘটেনি। তাহলে পশ্চিমবঙ্গে কেন এমন হচ্ছে? এমনকি গতকালও ভোট গণনার সময় একজনের মৃত্যু হয়েছে। নির্বাচিত প্রার্থীদের টিএমসিতে যোগ দিতে বলা হয়েছিল অন্যথায় তাদের শংসাপত্র দেওয়া হবে না। মমতাজি, আপনি বাংলার গণতন্ত্রকে লজ্জিত করেছেন। মমতাজি, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কেন আপনি মিডিয়ার মুখোমুখি হতে পারছেন না এবং এই জয়ে আনন্দ ভাগাভাগি করতে পারছেন না?"
#WATCH | Ravi Shankar Prasad, chief of BJP's fact-finding team, says "BJP had a clean sweep in Uttar Pradesh, but there were hardly any instances of violence across the state. Then why is this the case in West Bengal? Even yesterday, someone was killed during the counting of… pic.twitter.com/Rjrm7OFSrM
— ANI (@ANI) July 12, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us