লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার ২ লক্ষ টাকা দেবে মমতার সরকার

এ যাবৎ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষের জন্য নানা ধরনের জনমুখী প্রকল্প এনেছে।তবে এবার যে প্রকল্প আনা হয়েছে তাতে আপনাকে সরকার ঋণ দেবে না বরং নগদ টাকা দেবে যে টাকা আর শোধ করতে হবে না আপনাকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
11111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী ইত্যাদি নানা জনমুখী প্রকল্প চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। এই সকল সরকারি প্রকল্প সবচেয়ে বেশি চালু করা হয়েছে গত ১২ বছরে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই লাভ করছেন রাজ্যের কোটি কোটি মানুষ। তবে এবার এই সকল সব প্রকল্পকে পিছনে ফেলে দিচ্ছে নতুন একটি প্রকল্প। এটি এখন সবচেয়ে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। ২ লক্ষ টাকা নগদ দিচ্ছে মমতার সরকার।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই নতুন যে প্রকল্প আনা হয়েছে তা পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে বানানো। আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পে নতুন এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করা যাবে। এমনিতেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের ডেটাবেস তৈরি করতে আলাদা করে অ্যাপ এবং পোর্টাল বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার বাইরেও দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। রাজ্য সরকার চাইছে, রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় কাজে যাচ্ছে তাদের নাম নথিভূক্ত করে একটি ডেটা ব্যাংক তৈরি করে রাখতে। কারণ এর ফলে যদি ওই পরিযায়ী শ্রমিক বাইরে কোথাও কাজে গিয়ে বিপদে পড়ে অথবা কোন অঘটন ঘটে যায় তাহলে তাদের এবং তাদের পরিবারদের আর্থিক থেকে অন্যান্য সমস্ত রকম সাহায্য সহজে করা যাবে এবং তারা দ্রুত পরিষেবা পাবে। এই প্রকল্প পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের অনেক সাহায্য করবে বলেই অনুমান করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের বিভিন্নভাবে সাহায্য এবং স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে আর্থিক সাহায্য থেকে ঋণ দেওয়া হয়। ঋণ যে সকল প্রকল্পের মধ্য দিয়ে দেওয়া হয় সেই ঋণের টাকা উপভোক্তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ করে দিতে হয় সরকারকে। কিন্তু এবার যে প্রকল্প রাজ্য সরকার নিয়ে এসেছে তাতে টাকা শোধ করার মতো কোনও বিষয় বা ঝামেলা নেই। কারণ এই বিশেষ প্রকল্পের টাকা স্বজনহারাদের পরিবারকে দেওয়া হবে। 

রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে সকল পরিযায়ী শ্রমিক বাইরে অর্থাত্‍ অন্য রাজ্যে কাজে যাচ্ছে তারা কোনও কারণে প্রাণ হারালে তার পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও কর্মক্ষেত্রে গিয়ে দুর্ঘটনায় আহত হয়ে কর্মক্ষমতা হারালে ওই পরিযায়ী শ্রমিককে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।