New Update
/anm-bengali/media/media_files/xGieFBFumwssKs2XeKBR.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: আবারও বাড়ছে করোনা (COVID 19)। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে রিভিউ প্রক্রিয়া শুরু করলো রাজ্যের স্বাস্থ্য দফতর (Health Department)। করোনা চিকিত্সার যন্ত্রসহ যাবতীয় পরিকাঠামো ঠিকঠাক ও পর্যাপ্ত আছে কি না, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে (State Govt) বলা হয়েছিল, নজরদারিতে জোর দেওয়ার জন্য। ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে শুরু করে দেওয়া হয়েছে নজরদারির কাজ। চিকিত্সকদের সতর্ক থাকতে বলা হয়েছে। মানুষকে বলা হয়েছে, উত্সব অনুষ্ঠানে কোভিড বিধি মেনে চলার কথা। তবে মাস্ক এখনই বাধ্যতামূলক নয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us