New Update
/anm-bengali/media/media_files/V0ZujrXTRpGU808e3Nl7.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় 'মোচা' (Cyclone Mocha) নিয়ে আগাম সতর্কতা ইতিমধ্যেই জারি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Govt)। পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যে মক ড্রিল (Mock Drill) শুরু করা হয়েছে। বিপর্যয় ঠেকাতে প্রস্তুত লালবাজার। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে এর মধ্যেই খুলে দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম (Control Room)। সেখানে থাকবে বিভিন্ন দফতরে যোগাযোগ করার ব্যবস্থা। চালু হয়েছে বেশ কিছু নম্বর। এই নম্বরে ফোন করলেই পাবেন সাহায্য। নম্বরগুলি হলো ২২৫০ ৫০৩৩, ২২৫০ ৫০৪৪, ২২১২ ১৮৯০, ২২৫০ ৫১৪৬। রবিবার থেকে চালু হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর। ৯৪৩২৬১০৪৫০ লিখে রাখুন এটাও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us