New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ধর্মতলার মঞ্চ থেকে বিজেপিকে কড়া বার্তা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করবে তৃণমূল। যখন ভয়ানক কিছু হয় জবাব দেওয়া জরুরী। জবাব দিতেই একুশে জুলাই - এর আগে পথে। মারবও না কাটবও না, না থামলে কী করব বুঝে নেবেন। আঘাত হলে কী প্রত্যাঘাত হবে ধারণা নেই"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069635.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us