/anm-bengali/media/media_files/KVH37rmoiZaRbLVwA70L.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি আজ সোমবার এক বড় মন্তব্য করেন। তিনি টুইট বার্তায় লেখেন, ‘শান্তিপূর্ণ জাঁকজমকপূর্ণভাবে বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপুজো উৎসব শেষ হয়েছে। আমি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত অফিসার এবং সদস্যদের ধন্যবাদ জানাই এই দিনগুলিতে নাগরিক এবং পুজো আয়োজকদের সেবা করার জন্য ২৪ ঘন্টা নিরলস প্রচেষ্টার জন্য। তাদের নজরদারি আমাদের উৎসবকে ঘটনামুক্ত এবং সর্বাত্মক করে তুলেছিল। আমার সহকর্মীদের স্যালুট। আমি ফায়ার ব্রিগেডের কর্মকর্তা ও কর্মচারী এবং আমার অন্যান্য নাগরিক / দুর্যোগ ব্যবস্থাপনা সহকর্মীদেরও মাঠে তাদের নিবেদিত এবং নিখুঁত সেবার জন্য ধন্যবাদ জানাই। দুয়ারে সেবার এই চেতনাকে সাধুবাদ জানাই।‘
The Durga Puja festivities have come to a conclusion with immersions conducted in peaceful grandeur.
— Mamata Banerjee (@MamataOfficial) October 30, 2023
I thank all the officers and members of the force in Kolkata Police and West Bengal Police for their tireless efforts round the clock during these days to serve the citizens and…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us