/anm-bengali/media/media_files/ihmcDdvWub2nXsb8ERZD.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনায় সারা দেশ তোলপাড় হয়ে উঠেছে। এই ঘটনার এক মাস পার হয়ে গেলেও, এখনও তিলোত্তমা বিচার পায়নি। এরই মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোয় ফিরে আসার জন্য, উৎসবে ফিরে আসার জন্য নাগরিকদের আহ্বান জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/4Hbq5n2zjlBmA8BF5gtN.jpg)
তবে তার এই আহ্বানে বিরক্ত রাজ্যবাসী। কেননা, এই মুহূর্তে বিচার পাওয়ার আগে কোনওরকম উৎসবের মুড নেই রাজ্যবাসীর। তারা সবাই বিচারের আশায় বসে আছে।
এই আবহে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, এক এক্স বার্তায় লিখেছেন '' মমতা ব্যানার্জির ক্ষমতা অপরিসীম।। শিক্ষিত ভদ্র ডাক্তার যাদের জীবনের বেশিরভাগটা সময় পড়াশোনা করে কেটেছে এবং যারা অত্যন্ত মেধাবী, তাদেরকে পর্যন্ত রাস্তায় আন্দোলনে নামিয়ে দিলেন।। সরকারি কর্মচারী থেকে চাকরিপ্রার্থী সবাই রাস্তায় ছিল এখন ডাক্তার সমাজকেও নামিয়ে দিলেন রাস্তায় আমাদের মূর্খ মন্ত্রী। ''
মমতা ব্যানার্জির ক্ষমতা অপরিসীম।।
— Tarunjyoti Tewari (@tjt4002) September 10, 2024
শিক্ষিত ভদ্র ডাক্তার যাদের জীবনের বেশিরভাগটা সময় পড়াশোনা করে কেটেছে এবং যারা অত্যন্ত মেধাবী, তাদেরকে পর্যন্ত রাস্তায় আন্দোলনে নামিয়ে দিলেন।।
সরকারি কর্মচারী থেকে চাকরিপ্রার্থী সবাই রাস্তায় ছিল এখন ডাক্তার সমাজকেও নামিয়ে দিলেন রাস্তায়… pic.twitter.com/u1Eujf7JJ7
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/post_attachments/3a533cc78e271f09908baabaead1c959d1ef2b8dc5ef29972d0e0e413aacb58f.png)