আপনি শুধু বিজেপির প্রধানমন্ত্রী নন, ভারতেরও ! এবার মোদিকে তোপ দাগলেন মমতা

কি বললেন মমতা ব্যানার্জী ?

author-image
Debjit Biswas
New Update
aaaaaa

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি উত্তরবঙ্গের বন্যা ও ধস কবলিত এলাকায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যাবতীয় মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী এই ঘটনাকে 'ভয়াবহ' আখ্যা দিয়ে তৃণমূলের অসংবেদনশীলতা এবং রাজ্যের 'শোচনীয়' আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ও পাল্টা তাঁকে 'জাতীয় দুর্যোগ নিয়ে রাজনীতিকরণ' করার জন্য অভিযুক্ত করেন।

বিজেপির জনপ্রতিনিধিদের ওপর ঘটে যাওয়া এই হামলার ঘটনায় রাজ্য প্রশাসনকে দায়ী করার জন্য প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে নিজের 'এক্স'  (টুইটার) হ্যান্ডেলে একটি দীর্ঘ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন,''যখন উত্তরবঙ্গের সাধারণ মানুষ ভয়াবহ বন্যা ও ভূমিধস পরবর্তী পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন তখন এটা খুবই দুর্ভাগ্যজনক এবং গভীরভাবে উদ্বেগজনক যে ভারতের প্রধানমন্ত্রী যথাযথ কোনও তদন্তের জন্য অপেক্ষা না করেই একটি প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে রাজনীতিকরণ করে চলেছেন।"

x

তিনি আরও দাবি করেন,''যখন স্থানীয় প্রশাসন ও পুলিশ পুরোপুরি ত্রাণ ও উদ্ধারকার্যে ব্যস্ত, তখন বিজেপির নেতারা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনকে কোনও তথ্য না দিয়েই বড় গাড়ির কনভয় নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় চলে গেলেন। সবকিছুরই একটা প্রটোকল থাকে,কিন্তু এক্ষেত্রে সেটা মানা হয়নি। এই ঘটনার জন্য রাজ্য প্রশাসন, স্থানীয় পুলিশ বা তৃণমূলকে -কে কীভাবে দোষ দেওয়া যায় ?"

তিনি বলেন,''যাচাই করা প্রমাণ, আইনি তদন্ত বা কোনও প্রশাসনিক প্রতিবেদন ছাড়াই প্রধানমন্ত্রী সরাসরি তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করেছেন। এটি কেবল একটি নিম্নমানের রাজনীতি নয়, বরং এটি প্রধানমন্ত্রীর সাংবিধানিক নীতিরও লঙ্ঘন, যা তিনি বজায় রাখার শপথ নিয়েছেন।" 

এরপর তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন,''আমি প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি যে, কেবল আপনার দলের সহকর্মীদের কথাই শুনবেন না। আপনি সমগ্র ভারতের প্রধানমন্ত্রী, শুধু বিজেপির নন। আপনার দায়িত্ব জাতি গঠনের, ন্যারেটিভ তৈরির নয়।"