CAA-তে আবেদন করলেই বাংলাদেশী হয়ে যাবেন! ঘোষণা করলেন মমতা

সিএএ নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
fgjm

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে সিএএ নিয়ে সুর চড়ালেন। 

The_Citizenship_Amendment_Act_CAA_6e8df3596f.webp

তিনি বলেন, 'সব সংস্থাকে কাজে লাগানো হয়েছে। রাষ্ট্রীয় কর্মকর্তাদের বদলি করা হচ্ছে। এনআইএ, সিবিআই, আইটি - কেন্দ্রীয় সংস্থাগুলির কত অফিসারকে বদলি করা হয়েছে?... আমি বাংলার যত্ন নেব, যতদিন আমি এখানে আছি, তারা বাংলার মানুষকে স্পর্শ করার সাহস করবে না। নির্বাচনের আগে সিএএ আনা হয়েছে... আপনি নিবন্ধনের জন্য আপনার নাম (নাগরিকত্বের জন্য সিএএ) জমা দেওয়ার সাথে সাথেই আপনাকে বাংলাদেশী ঘোষণা করা হবে'।

cm mamatas dfs.jpg

Add 1