/anm-bengali/media/media_files/a4hla7mWHc1NcPPsGHiM.jpg)
নিজস্ব সংবাদদাতা : কপ্টার দুর্ঘটনায় চোট পাওয়ার পর কলকাতায় ফিরতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। তারপর থেকে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মেনে জীবন যাপন করছেন মুখ্যমন্ত্রী। সদ্যই বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকে দিল্লিতে এনডিএ বৈঠকেও অংশ নেন। কলকতায় ফিরতেই বুধবার ফের এসএসকেএমে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। তবে হুইল চেয়ারে নয়। সোজা দু পায়ে হেঁটে হাসপাতালের অন্দরে পৌঁছোন তিনি। তবে কী আবার শরীর খারাপ হল? পায়ের কোনো সমস্যা? না। ভোট সন্ত্রাসে আহত নন্দীগ্রামের তৃণমূল কর্মীদের অনেকেই ভর্তি এসএসকেএমে। সম্প্রতি হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর এদিন বিকেলে ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেত্রী।শুধু তাই নয়, আর্থিক সাহায্য স্বরূপ আক্রান্ত দলীয় কর্মীদের হাতে তুলে দেন চেকও।
We CONDEMN @BJP4Bengal's HOOLIGANISM during the panchayat elections.
Today, Hon'ble Chief Minister Smt @MamataOfficial visited our party workers who sustained injuries during the panchayat polls and reaffirmed them of our unwavering support.
Extending an ex-gratia amount of Rs.… pic.twitter.com/JLGNRXWSMV
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us