/anm-bengali/media/media_files/fL7DmN3CgittyawIui8c.webp)
নিজস্ব সংবাদদাতা: 'তুমি ছিলে তাই', ট্যুইটারে মমতা ব্যানার্জির পোস্টকে রিপোস্ট করে জানিয়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য। মমতা ব্যানার্জি ট্যুইট করেন, "আর্ত মানুষের পাশে আজীবন থাকার প্রতিজ্ঞা নিয়েই রাজনীতির ময়দানে পা রেখেছিলাম। আজ আমার রাজ্যবাসীর একাংশ বন্যা পরিস্থিতির কারণে বিপদের সম্মুখীন। কাল আমি হুগলির পুরশুড়া, গোঘাট-আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছিলাম। এছাড়াও বীরভূমের বন্যা কবলিত এলাকায় প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছি। আজ, পাঁশকুড়া, রাতুলিয়ার বন্যা কবলিত এলাকা সরেজমিনে ঘুরে দেখলাম এবং সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করলাম। আমাদের প্রশাসন দিবারাত্রি তাঁদের পাশে আছে। যাঁদের শস্যের ক্ষতি হয়েছে, তাঁরা শস্য বীমার টাকা পাবেন। এখন আমি উদয়নারায়ণপুরের পথে। এই বছর কোনো আলোচনা ব্যতীত প্রায় পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটি একটি ‘ম্যান ম্যাড বন্যা’ ছাড়া আর কিছুই নয়। আমি প্রথমদিন থেকে এই পরিস্থিতির উপর নজর রাখছি। দুর্গতদের পাশে থাকতে আমাদের মা-মাটি-মানুষের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ত্রাণ পরিষেবায় চালু আছে। প্রত্যেক পরিবার যেন ত্রাণ পরিষেবা পায়, তা সুনিশ্চিত করেছি। কোনো একজন মানুষেরও ক্ষতি যেন না হয় সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর"। তারই পাল্টা দেবাংশু লেখেন, "তুমি ছিলে তাই ❤️"।
/anm-bengali/media/media_files/nDH7wHnYRC28QyoZlLVV.jpg)
এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জিই ভরসা বলে মনে করেছেন দেবাংশু ভট্টাচার্য। প্রসঙ্গত, বন্যার কবলে বর্তমানে রয়েছে বাংলার বহু মানুষ। ভারী বৃষ্টির কারণে ডিভিসি জল ছাড়তে বাধ্য হয়েছে। যার ফলে দিকে দিকে বন্যা সৃষ্টি হয়েছে। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর মধ্যে ম্যান মেড বন্যা দেখতে পাচ্ছেন। তিনি সাধারণত কেন্দ্র সরকারকে এর জন্য নিশানা করেছেন। তবে উল্টো দিকে ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ভোট নেওয়া এবং শেষে তা বাস্তবায়ন না করতে পারা নিয়ে এবং বাংলার সেচ দপ্তরের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর সরকারের দিকেই নিশানা করেছে বিজেপি।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
ইতিপূর্বে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি ট্যুইট করে দাবি করেন বন্যায় মুখ্যমন্ত্রী ছবি তুলতে গিয়েছেন।
তুমি ছিলে তাই ❤️ https://t.co/H1tXOl9Qs3
— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) September 19, 2024
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জল দেখতে গেছেন এবং ভালো ব্যাকগ্রাউন্ড এর ছবি চাই।। রিপোর্টার গুলো ছবিটা নষ্ট করে দিচ্ছি।।
— Tarunjyoti Tewari (@tjt4002) September 19, 2024
Khich mere photo pic.twitter.com/ycW4h0vDOS
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us