কলকাতা আরজি করে তো প্রমাণ লুঠ করতে গিয়েছিলেন! একী বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরজি করে প্রমাণ লুঠ করতে গিয়েছিল দুষ্কৃতীরা। কাদের উদ্দেশ্য করলেন তিনি! Tamalika Chakraborty 16 Aug 2024 19:42 IST Follow UsNew Updateনিজস্ব সংবাদদাতা: শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর প্রসঙ্গে একযোগে বিজেপি ও সিপিএমকে আক্রমণ করেন। তিনি বলেন, "গেছিলেন তো আরজি করে প্রমাণ লুঠ করতে। দুষ্কৃতীরা সেমিনার রুম ভাঙতে গিয়ে ফ্লোর গুলিয়ে ফেলে। সেই কারণে ENT বিভাগ ভেঙে ফেলে।" mamata banerjee death of a junior doctor RG Kar Incident demand justice in the rape and murder case Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন
আরজি করে তো প্রমাণ লুঠ করতে গিয়েছিলেন! একী বলছেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরজি করে প্রমাণ লুঠ করতে গিয়েছিল দুষ্কৃতীরা। কাদের উদ্দেশ্য করলেন তিনি!
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর প্রসঙ্গে একযোগে বিজেপি ও সিপিএমকে আক্রমণ করেন। তিনি বলেন, "গেছিলেন তো আরজি করে প্রমাণ লুঠ করতে। দুষ্কৃতীরা সেমিনার রুম ভাঙতে গিয়ে ফ্লোর গুলিয়ে ফেলে। সেই কারণে ENT বিভাগ ভেঙে ফেলে।"