New Update
/anm-bengali/media/media_files/1000069632.jpg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতা এখনও জলমগ্ন বিপর্যয়ে কাঁপছে। রাস্তায় এখানে-ওখানে খোলা বিদ্যুতের তার ছড়িয়ে আছে, আর তাতেই বারবার ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। এই অবস্থায় শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দায়ী করলেন সিইএসসি-কে। তিনি ফোনে কথা বলেন সিইএসসি কর্তা সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে। শহরে খোলা বিদ্যুতের তারের যত্ন নেওয়ার বিষয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে অন্তত ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/1000069633.jpg)
মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জেলার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধনের আগে মুখ্যমন্ত্রী ফের ক্ষোভ উগরে দেন। এবার তিনি সরাসরি ডিভিসি-কেও দায়ী করেন শহরের বিদ্যুৎ সমস্যার জন্য।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us