গাড়ি থামিয়ে নেমে আসেন

শীতের সকাল। ব্যস্ত শহর। ব্যস্ত রাস্তা। সেই রাস্তার ধারেই নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন কয়েকজন সাফাইকর্মী। রাস্তার ধারে রেলিং পরিষ্কার করছিলেন তাঁরা। গাড়িতে চেপে নবান্নে যাওয়ার পথে হঠাৎই রাস্তার ধারে কর্মরত সেই সাফাইকর্মীদের দিকে চোখ যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থামিয়ে নেমে আসেন। তাঁদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

নবান্নে যাওয়ার পথে সাফাইকর্মীদের দেখে তাঁর কষ্ট হচ্ছিল

বাড়ি থেকে নবান্নে যাওয়ার পথে সাফাইকর্মীদের দেখে তাঁর কষ্ট হচ্ছিল। তিনি জানিয়েছেন, ‘এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়, আমার হৃদয়ে বেদনার সঞ্চার করে। তাঁরা আমার এই শহর তথা রাজ্যকে পরিষ্কার রাখেন।’