একসঙ্গে বিহারে যাচ্ছেন মমতা-অভিষেক

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সভাপতিত্বে তাঁর বাসভবনে বিরোধী দলগুলির একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ২৩ জুন অর্থাৎ আগামীকাল এই বৈঠক হবে বলে খবর।

author-image
SWETA MITRA
New Update
mamata abhi.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৩ জুন বিহারের পাটনায় অনুষ্ঠিত হতে চলেছে বিরোধীদের বৈঠক। এই বৈঠকে দেশের বহু বিরোধী দল যোগ দেবে বলে মনে করা হচ্ছে। এদিকে এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিতে যাচ্ছেন বলে জানালেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। তিনি আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, "মমতাবন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবংঅভিষেকবন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দেশেরজন্যএবংগণতন্ত্ররক্ষারজন্যবিরোধীদেরসভায় যোগ দিতেযাচ্ছেন।দেশেরস্বার্থেরকথাবিবেচনাকরে২০২৪সালেরনির্বাচনেআমাদেরঅবশ্যইবিজেপিকেনির্মূলকরতেহবে।“