/anm-bengali/media/media_files/ZYZXGCLf3oFeuvuXqcB3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২৩ জুন বিহারের পাটনায় অনুষ্ঠিত হতে চলেছে বিরোধীদের বৈঠক। এই বৈঠকে দেশের বহু বিরোধী দল যোগ দেবে বলে মনে করা হচ্ছে। এদিকে এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিতে যাচ্ছেন বলে জানালেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। তিনি আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, "মমতাবন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবংঅভিষেকবন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দেশেরজন্যএবংগণতন্ত্ররক্ষারজন্যবিরোধীদেরসভায় যোগ দিতেযাচ্ছেন।দেশেরস্বার্থেরকথাবিবেচনাকরে২০২৪সালেরনির্বাচনেআমাদেরঅবশ্যইবিজেপিকেনির্মূলকরতেহবে।“
#WATCH | ..." Mamata Banerjee and Abhishek Banerjee are going to the opposition meeting for the nation and to save democracy. Considering the nation's interest, we must eliminate BJP in the 2024 elections...": Riju Dutta, TMC State Spokesperson pic.twitter.com/bqXawMhfxe
— ANI (@ANI) June 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us