BREAKING: বামপন্থীদের কথা...! সিপিএমকে বিশেষ বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো

কি বললেন নেত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
1716651192_mamata-4

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ধর্মতলায় ২১শে জুলাই এর মঞ্চে বামকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বামপন্থীদের কথা যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচ করে বসে আছে"। অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করে বলেন, "নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। বিজেপিকে রাজনৈতিকভাবে বিসর্জন না দেওয়া পর্যন্ত সংগ্রাম"।

Mamata