মহালয়ার ভোরে নিরাপত্তা কি রকম? জেনে নিন এখানে

৩৮টি ঘাটে তর্পণের আয়োজন করেছে রিভার ট্রাফিক পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ড

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই মহালয়া। ঘাটে ঘাটে হবে পিতৃতর্পণ। সেই ভিড় সামলাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই প্রস্তুতি সেরেছে কলকাতা পুলিশ। শুক্রবারই পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়ে দিয়েছেন, মহালয়া থেকে ময়দানে নামছে অতিরিক্ত বাহিনী।

শহরের মোট ৩৮টি ঘাটে তর্পণের আয়োজন করেছে রিভার ট্রাফিক পুলিশ। প্রতিটি ঘাটে থাকবে বিপর্যয় মোকাবিলা দফতরের অন্তত দু’জন কর্মী। নজরদারির জন্য ব্যবহৃত হবে দুটি স্পিডবোট ও চারটি লঞ্চ। সকাল ৯টা ৪৪ মিনিটে জোয়ারের সময় বিশেষ সতর্কতা জারি থাকবে। পাশাপাশি, প্রতিটি থানার গঙ্গার ঘাটে আলাদা করে পুলিশ মোতায়েন থাকবে।

s

পুজোর নিরাপত্তা নিয়েও পূর্ণ প্রস্তুতি নিয়েছে লালবাজার। কমিশনার জানান, “পুজোর সময় অনেক অতিরিক্ত জনবল থাকবে। ট্রাফিক নিয়ন্ত্রণে আলাদা জোর দেওয়া হচ্ছে। বড় পুজোগুলিতে ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা থাকবে। সারারাতই পুলিশ মোতায়েন থাকবে। রাত ২ থেকে সকাল ৬টাতেও অতিরিক্ত ফোর্স থাকবে”।

ইতিমধ্যেই পুলিশ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের সঙ্গে বৈঠক করেছে। PWD, KMC, CESC এবং কলকাতা পোর্ট ট্রাস্টের সঙ্গে হয়েছে আলাদা সমন্বয় সভা। শুধু মহালয়া নয়, বিসর্জনের দিনগুলির জন্যও তৈরি রাখা হচ্ছে কড়া নজরদারি।

সব মিলিয়ে, মহালয়া থেকেই কলকাতা পুলিশ উৎসবের শহরকে নিরাপদ রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে।