কমিশনের সমান্তরালভাবে চলছে আমাদের দলীয় প্রক্রিয়া, ভোটে একটিও ভোটার ক্ষতিগ্রস্ত হলে.....! ব্যারাকপুর থেকে বিস্ফোরক হুঁশিয়ারি মদন মিত্রের

কি বললেন তিনি ?

author-image
Debjit Biswas
New Update
madan mitra

নিজস্ব সংবাদদাতা : আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রস্তুতি এবং রণকৌশল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দলের বিধায়ক মদন মিত্র। তিনি সরাসরি দাবি করেছেন যে তৃণমূলের সাংগঠনিক প্রক্রিয়া নির্বাচন কমিশনের (Election Commission) সমান্তরালভাবে চলছে। একই সঙ্গে তিনি ভোটের দিনে ভোটারদের সুরক্ষা নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন,''টিএমসি কর্মীরা রাস্তায় নেমেছে, তারা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে... আমাদের দলীয় প্রক্রিয়া কিন্তু নির্বাচন কমিশনের সমান্তরালভাবে চলছে।" 

11111111

তিনি জানান,''কর্মীদের জন্য প্রতিদিন প্রশিক্ষণ চলছে। আমরা এইমাত্র ব্যারাকপুর থেকে আসছি। সেখানে হাজার হাজার যুবক প্রশিক্ষণ নিচ্ছিল। এবার দেখা যাক কী হয়।''

তিনি স্পষ্ট করে বলেন, "আমাদের বক্তব্য হল, একজনও আসল ভোটার, যিনি ন্যায়বিচার চান এবং সংবিধানকে শক্তিশালী করতে চান, তাঁকে অবশ্যই ভোট দিতে দেওয়া উচিত। যদি তা না হয় তাহলে....''