New Update
/anm-bengali/media/media_files/2025/11/26/whatsapp-image-2025-11-26-at-2025-11-26-20-03-02.jpeg)
LIONATHON
নিজস্ব সংবাদদাতা : ক্যান্সার মুক্ত শৈশবের বার্তা নিয়ে এবার লায়ন্স ক্লাব অফ কলকাতা আয়োজন করতে চলেছে LIONATHON 2.0 । আগামী ৭ই ডিসেম্বর কালীঘাটের মনোহরপুকুরে আয়োজিত হবে এই WALKATHON ইভেন্টটি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/26/whatsapp-image-2025-11-26-at-2025-11-26-15-50-55.jpeg)
পুরো ইভেন্টটিতে মোট তিন ধরণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, ১. ৩ কিমি ফান ওয়াক ২. ৫ কিমি টাইমড রান ৩. ১০ কিমি টাইমড রান। মূলত ক্যান্সার আক্রান্ত শিশুদের সাহায্য করার উদ্দেশ্যেই এই সম্পূর্ণ ইভেন্টটির আয়োজন করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us